ব্রি রাজশাহী আঞ্চলিক কার্যালয় ১৯৭৮ সালে ১২.৭৪ হেক্টর জমির উপর প্রতিষ্ঠা করা হয়। এই কার্যালয় স্থাপনের উদ্দেশ্য হচ্ছে খরাপ্রবণ ও উচুঁ এলাকার উপযোগি উচ্চ ফলণশীল ধানের জাত আবিষ্কার করা এবং উদ্ভাবিত জাতের লাগসই উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন করা। এছাড়া বরেন্দ্র এলাকার কৃষকের জন্য আর্থিকভাবে লাভজনক ধানভিত্তিক শস্য বিন্যাস উদ্ভাবন করাও এই কার্যালয়ের দায়িত্ব। রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের মাটিতে জৈবপদার্থের পরিমান খুব কম (০.৭%) এবং অম্লমান ৮.০। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত ১৪০০ মিমি যা সব আঞ্চলিক কার্যালয়ের চেয়ে কম। এই কার্যালয়ে জনবলের সংখ্যা হচ্ছে ৭ জন বৈজ্ঞানিক এবং ১৮ জন সাপোর্ট সার্ভিস।
আঞ্চলিক কার্যালয় প্রধান, রাজশাহী
১. | ![]() |
|