বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কৃষি পরিবেশ অঞ্চল ১১-এর আওতায় স্বল্প বৃষ্টিপাত সম্পন্ন এলাকায় অবস্থিত। কুষ্টিয়া অঞ্চলের মাটি উচু এবং মাঝারী উচু জমিতে হালকা বুনটের বেলে দোআশ হতে দোআশ এবং নিচু ও মাঝারী নিচু জমিতে পলি দোআশ হতে এটেল দোআশ বুনট বিশিষ্ট। ধান ভিত্তিক দুই ফসলী ও তিন ফসলী জমি এ এলাকার প্রধান শস্য বিন্যাস। গঙ্গাবাহিত পলি মাটি অঞ্চলের উঁচু জমির ধান। গবেষণা কার্যক্রমসমূহ Varietal Development, rice Farming System, Crop Soil Water Management, Pest Management, Socio-Economic, Technology Transfer Programme area and Regional Station program সমূহের আওতায় হয়ে থাকে। গবেষণার আওতাধীন জেলা সমূহ হচ্ছে- কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং মাগুরা।
প্রধান গবেষণা এলাকাঃ গঙ্গাবাহিত পলি মাটি অঞ্চলের উঁচু জমির ধান।
কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় প্রধানসহ বিজ্ঞানী ও কর্মকর্তা