১। ব্রি’র বায়োটেকনোলজি বিভাগের জন্য একটি অত্যাধুনিক ট্রানজেনিক গ্রীন হাউজ নির্মাণ করা।
২। বিজ্ঞানী/ কর্মকর্তা/কর্মচারীদের আবাসিক ভবনাদি মেরামত, সংস্কার ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা।
৩। ব্রি’র গবেষণা মাঠের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা।
৪। ব্রি’র আঞ্চলিক কার্যালয় সমুহের গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা। যেমন: গবেষণা প্লট উন্নয়ন, বাউন্ডারী দেয়াল নির্মাণ, সেচ-নালা/নিষ্কাশন ড্রেন ও পাকা রাস্তা নির্মাণ করা ইত্যাদি।
৫। ব্রি’র বিভিন্ন বিভাগের ল্যাবরেটরী সমুহ সংস্কার ও আধুনিকায়ন করা।