ব্রি স্যাটেলাইট স্টেশন, ময়মনসিংহ ২০২৪ সালের ২৪ জানুয়ারি ময়মনসিংহ সদরে কেওয়াটখালি পাওয়ার হাউজ রোডে ৬ টি ফ্ল্যাট ভাড়া নিয়ে অস্থায়ী অফিস স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে। ব্রি স্যাটেলাইট ষ্টেশনটি ময়মনসিংহ শহরের জিরো পয়েন্ট থেকে ৪.৬ কিলোমিটার দক্ষিণে এবং গাজীপুর হতে ৭৫ কিমি এবং ঢাকা থেকে ১০৯ কিমি দূরে অবস্থিত। এই স্টেশনটি কৃষি পরিবেশিক অঞ্চল ৮,৯,২২,২৮ এবং ২৯ নিয়ে গঠিত। উক্ত স্টেশনটি ১৩ টি উপজেলায় গবেষণা কার্যক্রম ও ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তির সম্প্রসারণ পরিচালনা করে থাকে।
এই স্টেশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ময়মনসিংহ জেলায় ব্রি উদ্ভাবিত উন্নত ধানের জাতসমূহের সম্প্রসারণ এবং ধান চাষে সমন্বিত ও সুষম সার ব্যবহারের প্রবণতা বৃদ্ধি করা। এ ছাড়া স্থানীয়ভাবে প্রচলিত সমস্যা যেমন ধানের ব্লাস্ট, টুংরো, পাতাপোড়া, খোলপোড়ার মতো রোগ এবং মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িংসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় দমনের মাধ্যমে জেলাসমূহে ধানের মোট উৎপাদন বাড়ানো এই স্টেশনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে কৃষকদের আধুনিক ধান চাষের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা এবং মাঠ পর্যায়ে ব্রি উদ্ভাবিত প্রযুক্তি ও আধুনিক কৃষিযন্ত্র প্রদর্শনের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য। এই লক্ষ্য পূরণে স্টেশনটি নিজস্ব কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ব্রি প্রধান কার্যালয়ের বিভিন্ন গবেষণা বিভাগের আঞ্চলিক গবেষণা কার্যক্রম-যেমন ধানের জাত ও উৎপাদন প্রযুক্তি এবং খামার যন্ত্রপাতির স্থানীয় অভিযোজন বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে এই কার্যালয়ে জিওবির ০১ জন বৈজ্ঞানিক কর্মকর্তার নেতৃত্বে এলএসটিডি প্রকল্পের ০১ জন বৈজ্ঞানিক কর্মকর্তা, ০১ জন বৈজ্ঞানিক সহকারি সহ আরো ০৭ জন সহযোগী কর্মী কর্মরত রয়েছেন।
ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশন প্রধান
নিমফিয়া পারভীন
বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) এবং প্রধান