বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, "হিমালয় কন্যা" নামে পরিচিত পঞ্চগড় জেলার সবুজ প্রান্তরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পঞ্চগড় স্যাটেলাইট স্টেশন।
ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের কার্যক্রম শুরু হয় ১ এপ্রিল, ২০২৪ সালে মৌলভীপাড়া এলাকায় ৮টি ফ্ল্যাট ভাড়া নিয়ে। এই স্টেশনটি পঞ্চগড় শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং জেলার ৫টি উপজেলায় গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে এই স্যাটেলাইট স্টেশন পঞ্চগড় অঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থায় পরিণত করার লক্ষ্যে কাজ করছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক অগ্রণী পদক্ষেপ। এ স্টেশনটি পরিচালনায় জিওবি-র অধীনে ১ জন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এলএসটিডি প্রকল্পের আওতায় ৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন: ১ জন বৈজ্ঞানিক কর্মকর্তা, ১ জন বৈজ্ঞানিক সহকারী, ১ জন মেকানিক কাম অপারেটর, ১ জন হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এবং ১ জন গার্ড কাম কুক।