গবেষণা কার্যালয়সমূহ
ব্রি গাজীপুর এর সদর দপ্তর সহ এগারটি পরীক্ষামূলক স্টেশন আছে । ব্রি আঞ্চলিক কেন্দ্র নামে পরীক্ষামূলক স্টেশনসমূহ কুমিল্লা, হবিগঞ্জ, সোনাগাজী(ফেনী), বরিশাল, ভাঙ্গা (ফরিদপুর), রাজশাহী, রংপুর, সাতক্ষিরা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এবং গোপালগঞ্জ জেলায় অবস্থিত । প্রতিটি স্টেশন বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চলে অবস্থিত।